Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ভদ্রাসন

আড়িয়াল খাঁ নদীর শাখা বয়ে চলা শিবচর-শরীয়াতপুর মাহাসড়ক।তার পাশেই  প্রাকৃতিক সুন্দরের ছায়া আবৃতকয়েকটি মনোরম গ্রাম নিয়ে অবস্থিত ভদ্রাসন ইউনিয়ন।ভদ্রাসন ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে ছোট-বড় অনেক সড়ক। তথ্য ও প্রযুক্তির ছোয়ায় ভদ্রাসন ইউনিয়নের শিক্ষা, সাংস্কতি,খেলাধুলা,ধর্মীয় অনুষ্ঠান সহ সকল ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

 

 

ক) নাম –২১ নং ভদ্রাসন ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ০৯.৫৪ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –১০,৩৩৯ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২ টি।

চ) বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান/বাস

জ) শিক্ষার হার – ৪৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৩টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০২ টি,

    মাদ্রাসা- ০৩টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান আঃ রহিম বেপারী

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০২ টি।

ট) ইউপি ভবন স্থাপন কাল – ১৫/০৬/২০১২ইং

 

ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১৪/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৭/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৬/০৮/২০১৬ইং

ড) গ্রাম সমূহের নাম –

             খান কান্দি,পাল পাড়া ,সাহা পাড়া,কারিগর কান্দি/তাতীপাড়া , নুরু মাষ্টার কান্দি,হামেদ মাদবরের কান্দি,নডু বেপারী কান্দি, নোয়াই হাজীর কান্দি,রাড়ী কান্দি,মাদবর কান্দি,ক্ষিতিশ সরদার কান্দি,মোল্লা কান্দি, তালুকদার কান্দি, দাস পাড়া, খালাসী কান্দি, মিনা কান্দি, চরপাড়া,পাট কান্দি,তাহের মাদবরের কান্দি,

          

ঢ ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন।

ণ ) উদ্যোক্তা : ১ জন।

নাম : বিপ্লব চন্দ্র পাল